মোঃ শাহজালাল দেওয়ান;টঙ্গী গাজীপুর।। গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় রোববার (৩ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে কেরাণিরটেক বস্তি ও হোটেল জাভানে যৌথ বাহিনীর বিশাল অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ মোট ১৭৭ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে রয়েছে ১০৫ জন হোটেল জাভান থেকে এবং ৭২ জন কেরাণিরটেক বস্তি থেকে। আটককৃতদের মধ্যে ৫১ জন পুরুষ এবং ২১ জন মহিলা বলে জানা গেছে।
এই অভিযানে র্যা ব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীসহ প্রায় ৫৫০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অংশ নেন। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেরাণিরটেক বস্তির বিভিন্ন কক্ষ তল্লাশি করে বিপুল পরিমাণ গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, রামদা, চাপাতিসহ দেশীয় অস্ত্র এবং নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকা উদ্ধার করেন।
অভিযানের সময় একটি হৃদয়বিদারক ঘটনা ঘটে। হোটেল জাভানে অবস্থানরত মিজানুর রহমান মিল্টন (৫৫) নামের একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট পালানোর চেষ্টা করলে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। জানা গেছে, মিজানুর রহমান গোপালগঞ্জের আব্দুল মোতালেবের ছেলে এবং তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। মিজানুর জাভান হোটেলের মালিকের নিকট আত্মীয় হওয়ায় সেখানে তিনি কর্মরত ছিলেন।
আশকোনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানের পরিকল্পনা করা হয়েছিল। সেনাবাহিনী ছাড়াও এই অভিযানে র্যা ব, বিজিবি এবং পুলিশের বিশেষ ইউনিট একসাথে কাজ করেছে। আটককৃতদের সোমবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম গত ২৮ অক্টোবর থেকে সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি, মাদক, কিশোর গ্যাং এবং ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন। এই অভিযানের অংশ হিসেবে গত ১০ দিনে রাজধানীর মোহাম্মদপুর ও বিমানবন্দর এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৫৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.