infotvbd.com
টঙ্গী রিপোর্টার
মোহাম্মদ মোস্তফা
গাজীপুরের টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ
উদ্দিন সরকার বিদ্যানিকেতন এণ্ড
কলেজ ২০২৩ এস এস সি ফলাফল।
চেয়ারম্যান এ্যাড. আজমত উল্লাহ
খান। প্রতি বছরের বিদ্যালয়টি সন্তোসজনক ফলাফল অর্জন করায় অভিনন্দন
জানিয়েছেন গাজীপুর-২ আসনের
সংসদ সদস্য যুব ও ক্রীড়া
প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ
আহ্সান রাসেল এমপি। এক
প্রতিক্রিয়ায় সিরাজ উদ্দিন সরকার
বিদ্যানিকেতন এণ্ড কলেজের
অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমান
সাংবাদিকদের কাছে জানান
এস.এস সি পরীক্ষার ফলাফল ধরে
রেখেছে। এ বছর সাধারণ শাখায়
৩৭৬জন এস.এস.সি পরীক্ষা
দিয়ে ৩৬১জন কৃতকার্য হয়েছে।
জিপিএ-৫ পেয়েছে ৯৫জন।
পাশের হার ৯৬.০১%।
ভোকেশনাল শাখায় ৮৯ জন
পরীক্ষার্থী অংশ গ্রহণ করে
শতভাগ পাশ করেছে।
জিপিএ-৫
পেয়েছে ৬৬ জন। পাশের হার
১০০%, এস.এস.সির ফলাফল ঘোষণার এ তথ্য
নিশ্চিত করেছেন সিরাজ উদ্দিন সরকার
বিদ্যানিকেতন এণ্ড কলেজের অধ্যক্ষ মোমোহাম্মদ ওয়াদুদুর রহমান।
প্রতিষ্ঠানটি ধারাবাহিক সাফল্য
সন্তোস প্রকাশ করেছেন। পরিচালনার
কমিটির সভাপতি গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ বলেন
আমার বিদ্যালয়
থেকে ভোকেশনাল শাখায়
কারীগরিতে ৭৯ জন পরক্ষায়
অংশগ্রহণ করে শত ভাগ পাশ করেছে। জিপিএ-
৫ পেয়েছে ৬৬ জন। যা কারীগরি শিক্ষা বোর্ড
২০২৩ এর সেরা ফলাফল বলে আমি মনে করি।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.