নিজস্ব প্রতিবেদক //
গাজীপুরে ভূমি ব্যবস্থাপনায় টঙ্গী রাজস্ব সার্কেল
এসিল্যান্ড হিসেবে গত ২০২৩ সালের ১৫ই মার্চ যোগদান করেন তামান্না রহমান জ্যোতি। সরকারী কর্মকর্তা হিসেবে তিনি এক বছরে গাজীপুরের টঙ্গী সার্কেলে উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে। তার যোগদানের সময় ৬৫০টি মিস কেস ছিলো কিন্তু তার আন্তরিকতায় প্রোমশন নিয়ে যাওয়ার বেলায় মাত্র ২৫৩টি তে নেমে আসে মিস কেস্। ভূমি সেবায়, সেবা প্রার্থীদের ভোগান্তি কমাতে ৪৫ দিনের নামজারী কমিয়ে করেছেন ২৮ দিনে। টঙ্গী সার্কেলের কাশিমপুর, টঙ্গী ও গাছাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৬ একর সরকারী সম্পত্তি (খাস জমি) দখল মুক্ত করেছেন। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। যোগদানের পর থেকে অফিসকে ঘুষ ও দালাল মুক্ত করার ঘোষণা দেন। প্যাশাপাশি সাধারন মানুষকে সহজে সেবা দিতে বেশ কিছু ভালো উদ্যোগ গ্রহন করেন। সেবা গ্রহিতারা যেন অল্প সময়ে সহজেই সেবা পেতে পারেন তাই তামান্না রহমান জ্যোতি'র দপ্তরকে সাধারন মানুষের জন্য উন্মুক্ত করে সকল শ্রেণীর মানুষের কথা শুনে সেবা প্রার্থীদের সেবা দিতেন। তিনি বলেন, আমি গাজীপুরে যোগদান করার পরে অফিসে এসে ভূমি
সেবায় দালালদের আনা-গুনা দেখতে পাই। আমি তা শক্ত হাতে দমন করি। আমার সময়ে কোন দালাল আশ্রয় প্রস্রয় পায়নি। দালাল চক্ররা সকল সময়ই আমার উপরে ক্ষিপ্ত ছিলো। আমি আমার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছি।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.