গতকাল ২৯ শে জুলাই ২০২৩ ইং তারিখ শনিবারগাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী পূর্ব থানাধীন ৪৩ নংওয়ার্ড ঝিনু মার্কেট এলাকায় ড্রেন নির্মােেণর সময়
বাউন্ডারি ওয়াল ধ্বসে ৩ নির্মাণ শ্রমিক নিহত, আহত ৫
জন।নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার,কড়াইকান্দি গ্রামের আলিফ হোসেনের ছেলে বকুল (৩৫), নর্দানগর গ্রামের আকন্দ মিয়ার ছেলে সুলতান (৫০) ও টঙ্গীর গোপালপুর এলাকার ধনু মিয়ার ছেলে সবুজ (৩৫)। এ বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম
পিপিএম।আহতদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় ঢাকামেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে।
এলাকাবাসীর দাবি এটা কি দূর্ঘটনা নাকি হত্যা? এই দূর্ঘটনা বা হত্যার জন্য দায়ী কে ? এই দূর্ঘটনা বা হত্যার জন্য দায়ী, ১। গাজীপুর সিটি কর্পোরেশন, ২।ড্রেনের কন্ট্রাকটর, ৩।নাকি যে বাড়ীর মালিকের ওয়াল ধ্বসে পড়েছে সে? দেশবাসী সহ প্রশাসনের কাছে
এলাকাবাসীর দাবি।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.