টঙ্গী পশ্চিম থানা পুলিশ কর্তৃক ৫১ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৫.০১ গ্রাম) মূল্য অনুমান ১৫,৩০০ (পনের হাজার তিনশত ) হাজার টাকা এবং নগদ ৬৩০/- টাকা সহ ০১ ( এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
০২/০৮/২০২৩ তারিখ ১৮.২৫ ঘটিকার সময় টঙ্গী পশ্চিম থানাধীন দাড়াইল কাজী অফিস সংলগ্ন এসএস সোয়েটার লিঃ গার্মেন্টস এর সামনে পাকা রাস্তার উপর মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রয় করাকালে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করে। তাৎক্ষনিকভাবে মাদক ব্যবসায়ী ০১ (এক) জন সদস্য (১) আল আমিন (২৫) কে গ্রেফতার করা হয়।
আসামীর দখল হইতে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ৫.০১ গ্রাম মূল্য অনুমান ১৫,৩০০/- টাকা এবং নগদ ৬৩০/- টাকা উদ্ধার করা হয়। অপরাপর জড়িত আসামীকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।
এই সংক্রান্তে টঙ্গী পশ্চিম থানার মামলা নাম্বার ০৬, তারিখ-০২/০৮/২০২৩, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু হয়।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.