“প্রেস বিজ্ঞপ্তি”
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম, বিপিএম, পিপিএম
(বার) সার্বিক দিক নির্দেশনায়, অপরাধ দক্ষিণ এর উপ-পুলিশ কমিশনার মোঃ মাহবুব-উজ-
জামান, পিপিএম তত্ত্বাবধানে টঙ্গী পশ্চিম থানার একটি টিম, অফিসার ইনচার্জ, টঙ্গী পশ্চিম থানা,
জিএমপি, গাজীপুর এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের ০৬ সদস্যকে
গত ইং ২৩/০৮/২০২৩খ্রিঃ তারিখ ধারাবাহিক অভিযানে গাছা থানা এলাকার কুনিয়া, তারগাছ, চান্দুরা এলাকাসহ
আশপাশের এলাকা হইতে তাদেরকে গ্রেফতার করা হয়।পুলিশ কমিশনার infotv কে আরো বলেন।
গ্রেফতারকৃত আসামিদের নাম হল :
১। সাগর শেখ (২৪), পিতা-শহিদুল শেখ, সাং-নাখাই, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা, বর্তমানে কুনিয়া,
তারগাছ, দুলাল কাউন্সিলর এর বাড়ির পিছনে, থানা-গাছা, জিএমপি, গাজীপুর।
২। রতন (২০), পিতা-মৃত শাহজাহান, মাতা-মনোয়ারা, সাং-কুনিয়া মধ্যপাড়া, থানা-গাছা, জিএমপি, গাজীপুর।
৩। শান্ত দাস (১৯), পিতা-সজল দাস, মাতা-অঞ্জনা রানী দাস, সাং-দাসপাড়া, থানা ও জেলা-চাদপুর, বর্তমানে-
কুনিয়া, তারগাছ, দুলাল কাউন্সিলর এর বাড়ির পিছনে, থানা-গাছা, জিএমপি, গাজীপুর।
৪। মোঃ হাসেম (২৩), পিতা-মৃত মিজান, সাং-চান্দুরা মোতালেব মার্কেট চুনের খলা, থানা-গাছা, জিএমপি,
গাজীপুর।
৫। শ্যামল আহমদ (২১), পিতা-নুর মোহাম্মদ, সাং-চান্দুরা, জুয়েল মন্ডলের বাড়ির পাশে, থানা-গাছা, জিএমপি,
গাজীপুর।
৬। শাহীন(২০), পিতা-হামিদুর, সাং-বড়বাড়ি শিবগ্রাম, থানা ও জেলা-লালমনিরহাট, সাং-চান্দুরা চুনের খলা,
নয়নের বাড়ির ভাড়াটিয়া, থানা-গাছা, জিএমপি, গাজীপুর।
গ্রেফতারের সময় তাহাদের হেফাজত হইতে ডাকাতির সময় ব্যবহৃত অস্ত্র-০১টি ডেগার, ০১টি কাচি,
লুণ্ঠিত হওয়া মোবাইল, ০১ টি আইফোন, ০১ টি অপ্পো ফোন, ০১ টি ভিভো ফোন, ০২ স্যাম্পোনি বাটন
ফোন, নগদ ৪৭,০০০/-(সাতচল্লিশ হাজার) টাকা উদ্ধার এবং ডাকাতির সময় অস্ত্র বহনকারী ০১টি ব্যাগ উদ্ধার
পূর্বক জব্দ করা হয়। উল্লেখ্য যে, গত ইং ২২/০৮/২০২৩খ্রিঃ তারিখ রাত ০২.০০ ঘটিকা হইতে ০২.১২
ঘটিকার মধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা এলাকার সেটার্ন গার্মেন্টস এর
সামনে রাস্তায় অজ্ঞাতনামা ৭/৮ জন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য অস্ত্রের ভয় দেখাইয়া ত্রাস সৃষ্টি
করতঃ জনমনে আতংক সৃষ্টি করে ০১ টি কালো রঙের নোয়া বক্সি গাড়ীর সামনের গ্লাস ও সাইডের গ্লাস ভাংচুর
করে যাত্রী হিসাবে থাকা ০২ জন এবং ড্রাইভার কে দেশিয় অস্ত্রের মাধ্যমে মৃত্যু ও গুরুত্বর আঘাতের ভয়
দেখাইয়া মারপিট করে তাদের ব্যবহৃত ০৫টি মোবাইল, নগদ ৯৫,০০০/- টাকা লুণ্ঠন করে নিয়া যায়। উক্ত
ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলা নং-২২, তারিখ-২৩/০৮/২০২৩খ্রিঃ,
ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড।
অত্র মামলা রুজু হওয়ার পরে টঙ্গী পশ্চিম থানার একটি চৌকস টিম- সহকারী পুলিশ কমিশনার জনাব
মোঃ মেহেদী হাসান দিপু এর নেতৃত্বে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং আন্তঃজেলা ডাকাত দলের
সক্রিয় সদস্যদের গ্রেফতারের নিমিত্তে তৎপর থাকে। সেই প্রেক্ষিতে সিসি টিভি ফুটেজ পর্যালোচনা, গোয়েন্দা
তথ্য এবং তথ্য প্রযুক্তির সহযোগীতায় উক্ত ডাকাতির ঘটনার সহিত সরাসরি জড়িত ডাকাতদের সনাক্ত করিয়া
গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। সে প্রেক্ষিতে ভিডিও ফুটেজ দেখে প্রথমে ০১ জনকে গ্রেফতার
করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য মোতাবেক পর্যায়ক্রমে আরও ০৫ জনকে গাছা থানাধীন কুনিয়া,
তারগাছ, চান্দুরা এলাকা হইতে অর্থ্যাৎ মোট ০৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় ডাকাতদের
হেফাজত হইতে ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি ডেগার ও ০১টি কাচি-সহ লুণ্ঠিত ০৫টি মোবাইল এবং নগদ
৪৭,০০০/-(সাতচল্লিশ হাজার) টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র বহনের ০১টি ব্যাগ উদ্ধার করা হয়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ডাকাতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা মহাসড়কে
যাত্রীবেশে, পথচারী সেজে, টার্গেট সনাক্ত করে সঙ্গবদ্ধভাবে অস্ত্রের ভয় দেখাইয়া এলাকায় ত্রাস সৃষ্টি করে ডাকাতি
করে থাকে। ডাকাতির ঘটনার সাথে জড়িত অপরাপর ডাকাতদের গ্রেফতারের জন্য থানা পুলিশের অভিযান
অব্যাহত আছে এবং সব সময় অভিযান চলমান থাকবে।