রিপোর্টার// রাজন ইসলাম রাজু
গাজীপুর মহানগরের টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠ প্রাঙ্গণে ছাত্র-ছাত্রীদের ফুটবল খেলার আয়োজন করা হয় । এই খেলার অংশগ্রহণ করেন আটটি স্কুলের ছাত্র এবং ছাত্রীরা।
১-ল্যাগুয়েজ স্কুল
২-শফিউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়
৩-কাদেরিয়া টেক্সটাইল স্কুল
৪-সিরাজ উদ্দিন সরকার স্কুল
৫-কামারজুরী স্কুল
৬-তামিরুল মিল্লাত স্কুল
৭- টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ
৮-আহ্সান উল্লাহ মাস্টার স্কুল
আটটি স্কুলকে চারটি টিমে বিভক্ত করা হয়েছে।
১-ল্যাগুয়েজ স্কুল বনাম কামারজুরী স্কুল
২-শফিউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় বনাম তামিরুল মিল্লাত স্কুল
৩-কাদেরিয়া টেক্সটাইল স্কুল বনাম আহ্সান উল্লাহ মাস্টার স্কুল
৪-সিরাজ উদ্দিন সরকার স্কুল বনাম টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ
এইবার প্রথম মেয়েরা খেলার অনুমতি পেয়েছে। অনুমতি পেয়ে তারা আনন্দে আত্মহারা। প্রত্যেকটি স্কুলের মেয়েরা ও ছেলেরা আত্মবিশ্বাসী তারা জিতবে।