রিপোর্টার// সেলিম মাহমুদ
গাজীপুরের টঙ্গীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে টঙ্গী প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম,এ হায়দার সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল এর সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর থেকে সংরক্ষিত নারী এমপি জনাবা সামছুন্নাহার ভূইয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাজিব হায়দার সাদিম গাজীপুর মহানগর ছাত্র লীগের সাবেক সহসভাপতি ও সাবেক সদস্য শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ।এসময় আরও উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির বাপ্পি ও টঙ্গী প্রেসক্লাবের নেত্রীবৃন্দসহ রাজনৈতিক নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা বিশেষ মোনাজাত করা হয়।