মোঃ শাহজালাল দেওয়ান,টঙ্গী গাজীপুর।। গাজীপুরের টঙ্গী সাব-রেজিষ্ট্রি দলিল লিখক ও ষ্ট্যাম ভেন্ডার কল্যাণ সমিতির নব নির্বাচিত কার্যকরী পরিষদের দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান বুধবার বিকেলে টঙ্গী বাজার সাব-রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলিল লিখক ও ষ্ট্যাম ভেন্ডার কল্যাণ সমিতির আহ্বায়ক মো. মফিজ উদ্দিন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সদস্য সচিব মো. জয়নাল আবেদীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী সাব-রেজিস্ট্রার মো. আবু হেনা মোস্তফা কামাল। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াতের মাধ্যমে। এরপর নব নির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন বকুল এবং অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি সাবিকুন নাহার। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সদস্যদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়। প্রধান অতিথি সাবিকুন নাহার তাঁর বক্তব্যে বলেন,টঙ্গী সাব-রেজিষ্ট্রি দলিল লিখক ও ষ্ট্যাম ভেন্ডার কল্যাণ সমিতি একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জাতীয় নির্বাচনের মতোই সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে এ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সমিতির উন্নয়নে আমার পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। পাশাপাশি তিনি নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে একযোগে কাজ করার আহ্বান জানান। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিরা সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নেন। সমিতির জন্য একটি নিজস্ব ভবন নির্মাণের পরিকল্পনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়। সমিতির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সদস্যদের কল্যাণে আরও বেশি কার্যকর ভূমিকা পালন করা সম্ভব হবে।
উল্লেখ্য গত ২১ নভেম্বর ২০২৪ তারিখে টঙ্গী সাব-রেজিষ্ট্রি ও ভেন্ডার কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনটি পরিচালনা করেন ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি। সভাপতি পদে মো. জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক পদে মো. মুরাদ হোসেন বকুল নির্বাচিত হন।অনুষ্ঠানে সমিতির সকল সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সবাই নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সমিতির সাফল্যের জন্য দোয়া ও মিষ্ঠি মুখ করেন।