নাজমুল আলম মুন্না,সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় টাস্কফোর্সের অভিযানে ৩ টন রসুন উদ্ধার ও ১ লক্ষ টাকা জরিমান আদায় করা হয়েছে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি,জি পরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, দেশি রসুন ভারতে পাচার এবং বাজারে মূল্য বৃদ্ধি এবং কৃত্রিম সংকট তৈরীর জন্য গুদামজাত করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১৭ ডিসেম্বর বেলা ২ টায় ব্যাটেলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি এর সার্বিক দিক নির্দেশনায় ব্যাটালিয়ন সদর হতে বিজিডিও-২৫৩ সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন ভোমরা স্থলবন্দরের মেসার্স আরডি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা করে বর্ণিত প্রতিষ্ঠানের গোডাউন হতে ০৩ টন রসুন উদ্ধার করে।
উক্ত অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস, বিজিবি’র পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা এর সাথে ০১ প্লাটুন বিজিবি সদস্য এবং সাতক্ষীরা সদর থানার ০৮ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। এসময় মেসার্স আরডি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৩ টন রসুন উদ্ধার করে, যার আনুমানিক সিজার মূল্য ৫ লক্ষ ৭০ হাজার টাকা। আরডি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের মালিক পংকজ দত্ত’কে রসুন ভারতে পাচার এবং দেশীয় বাজারে মূল্য বৃদ্ধির লক্ষ্যে কৃত্রিম সংকট তৈরীর উদ্দেশ্যে গুদামজাত করার দায়ে ১ লক্ষ টাকা জরিমানা করেন। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির কৃত্রিম সংকট ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধকল্পে মহতী উদ্যেগে বিজিবির এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.