"দ্বন্দে কোন আনন্দ নাই, আপস করো ভাই—লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই" এই স্লোগানকে প্রতিপাদ্য করে ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে উদযাপিত হলো জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫। জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে সোমবার সকালে জজ কোর্ট প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ মো. জামাল হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসন, বিচার বিভাগ, আইনজীবী সমিতি, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।পরে জজ কোর্ট চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা ও দায়রা জজ মো. জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন এবং লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী অ্যাডভোকেট আশিকুর রহমান রিজভী। সভাটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত লিগ্যাল এইড কর্মকর্তা লুৎফর রহমান।বক্তারা বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি আইনি সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও জানান, অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আইনি অধিকার নিশ্চিত করতে সরকার বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করছে এবং এ কর্মসূচিকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।দিবস উপলক্ষে জজ কোর্ট প্রাঙ্গণে লিগ্যাল এইড সংক্রান্ত ছয়টি স্টল বসানো হয়। এসব স্টলে আইনি সহায়তা গ্রহণের নিয়মাবলী, প্রক্রিয়া ও লিগ্যাল এইডের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তথ্য প্রদান করা হয়। পাশাপাশি দর্শনার্থীরা সরাসরি সেবা সম্পর্কিত পরামর্শ গ্রহণের সুযোগ পান।অনুষ্ঠানে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আয়োজিত নানা কর্মসূচির মধ্যে ছিল লিগ্যাল এইড মেলা, নানান কর্মসূচির মধ্যে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এছাড়া, সেবা কার্যক্রমে বিশেষ অবদান রাখার জন্য প্যানেল আইনজীবীদের মধ্য থেকে অ্যাডভোকেট নুরুল ইসলামকে ‘সেরা প্যানেল আইনজীবী’ হিসেবে নির্বাচন করা হয়। তাকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করেন জেলা ও দায়রা জজসহ অন্যান্য অতিথিবৃন্দ।সার্বিক আয়োজনে অংশগ্রহণকারী কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন সাধারণ মানুষের মাঝে আইনি সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে এবং ন্যায়বিচার প্রাপ্তির পথ সুগম করবে।
হাসিনুজ্জামান মিন্টুঃ ঠাকুরগাঁও প্রতিনিধি:
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.