পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা উলানিয়া বন্দরসলগ্ন ডাকুয়া তিন নং ওয়ার্ডে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়।উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে ছিলেন সুমন খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাহাতাব হাওলাদার । মহিউদ্দিন খাঁ। পরিচালনায় সোহাগ হাওলাদার।সাধারণ মানুষ ও পরিচালনা কমিটির সাথে কথা বললে তারা আমাদেরকে জানান আমাদের ছোটবেলায় বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হতো বর্তমানে এগুলো নেই বললেই চলে বর্তমান প্রজন্ম এরা জানে না হা-ডুডু খেলা কি । সবাইর মস্তিষ্ক এখন মোবাইল ফোনে আবদ্ধ যার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে যুবসমাজ। এই খেলাটি আমাদের এখানে বিগত ২০ থেকে ২৫ বছর আগ থেকে চলে আসছে আমাদের বাপ-দাদারা আয়োজন করতেন এখন আমরা এ খেলার আয়োজন করি যাতে করে নতুন প্রজন্মের কাছে আমরা আমাদের ঐতিহ্য তুলে ধরতে পারি। ঘোড়ার দৌড়ের পাশাপাশি এখানে আরও বিভিন্ন রকমের খেলার আয়োজন করা হয় বিশেষ করে মহিলাদের জন্য হাড়িভাঙ্গা। চেয়ার সিটিং। চোখ বেঁধে হাঁস ধরা ইত্যাদি।খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়
রাকিব আল হাসান পটুয়াখালী জেলাপ্রতিনিধি
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.