ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট থেকে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৯ জন সার্জেন্টকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।
আজ সোমবার (২৪ মার্চ ২০২৫ খ্রি.) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সার্জেন্টদের আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন তিনি।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাগণ হলেন- সার্জেন্ট/মকবুল হোসেন খান, সার্জেন্ট/মোহাম্মদ আব্দুর রহিম, সার্জেন্ট/মোহাম্মদ জাকির হোসেন, সার্জেন্ট/মো. কুদ্দুস আলী, সার্জেন্ট/মো. কবির হোসেন, সার্জেন্ট/আ স ম শরীফুজ্জামান, সার্জেন্ট/বিকাসুজ্জামান রনি, সার্জেন্ট/মো.রুবেল রানা, সার্জেন্ট/মো.নুরুল ইসলাম, সার্জেন্ট/মো.জহিরুল হক, সার্জেন্ট/মো. ফয়সাল আহমেদ বিপ্লব, সার্জেন্ট/মিনা মহিবউল্ল্যাহ, সার্জেন্ট/মো.বদরুল আলম, সার্জেন্ট/মো. নাছির উদ্দিন, সার্জেন্ট/মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, সার্জেন্ট/মাজাহারুল ইসলাম, সার্জেন্ট/মো. মাসুদ রানা, সার্জেন্ট/মো.মোখলেছুর রহমান ও সার্জেন্ট/সুমন কুমার মহন্ত।অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা সদ্য পদোন্নতিপ্রাপ্ত সার্জেন্টদের অভিনন্দন জানান এবং নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পেশাগত দায়িত্ব পালন করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, গত ২৯ মার্চ ২০২৫ খ্রি. অ্যাডিশনাল আইজি (অ্যাডমিনিস্ট্রেশন) মোঃ মতিউর রহমান শেখ স্বাক্ষরিত এক আদেশে এই পদোন্নতি প্রদান করা হয়।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.