নাজমুল আলম মুন্না, সাতক্ষীরাঃ
সাতক্ষীরার শীর্ষ মাদক বিক্রেতা আরশাদ আলী সরদার ওরফে ভোদু’কে ২০ বোতল ফেনন্সিডিল সহ আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদরের শ্রীরামপুর দক্ষিণ পাড়ায় তার বাড়িতে অভিযান চালিয়ে ফেনন্সিডিলসহ তাকে আটক করা হয়। সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আনিছুর রহমান জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক নির্দেশনায এএসআই বিএম তৌহিদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করি। অভিযানে শ্রীরামপুর দক্ষিণ পাড়ার চিহ্নিত মাদক চোরাকারবারি মোঃ আরশাদ আলী সরদার ওরফে ভোদুকে ২০ বোতল ফেনন্সিডিল সহ আটক করা হয়। আটককৃত ব্যক্তি ও তার স্ত্রী সাতক্ষীরার চিহ্নিত মাদক বিক্রেতা। তার নামে ১৪ টিরও বেশি মামলা রয়েছে। তার বিরুদ্ধে সাতক্ষীরা থানায় নিয়মিত মাদক মামলা রুজু করে আসামিকে জেলা হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.