গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ জনসচেতনতা এবং জন সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গত ১২ জুলাই, ২০২৩ খ্রিঃ তারিখে নগর ভবন সভাকক্ষে
বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের দপ্তর প্রধান, শিক্ষক সমিতি, এনজিও প্রতিনিধি, ধর্মীয় প্রতিনিধি, জনপ্রতিনিধি, সুশীল
সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, নার্সারী মালিক সমিতির প্রতিনিধি, ক্যাবল টিভি নেটওয়ার্ক মালিক সমিতির
প্রতিনিধিগণের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এছাড়া গাজীপুর সিটি কর্পোরেশন এর ৮টি জোনের
৫৭টি ওয়ার্ডে লিফলেট (১,৩০,০০০টি), স্টিকার (৫০০০ পিছ), পোস্টার বিতরণ এবং মাইকিং এর মাধ্যমে
নগরবাসীকে সচেতন করা হচ্ছে এবং বাসাবাড়িতে কোথাও যাতে পানি জমে না থাকে সে বিষয়ে গাজীপুর সিটি
কর্পোরেশন এর ৫৭টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ড ১০টি সাব জোনে বিভক্ত করে সকল শ্রেণি-পেশার প্রতিনিধি,
স্বেচ্ছাসেবক এবং ধর্মীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে ইতিপূর্বে গঠিত ৫৪৭টি কমিটির
মাধ্যমে এবং গাজীপুর সিটি কর্পোরেশন এর স্বাস্থ্যকর্মী, ইউনিসেফ, বাংলাদেশ, সেভ দ্যা চিলড্রেন, বাংলাদেশ ও
অন্যান্য এনজিও সমূহের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়ি বাড়ি পরিদর্শন করে শিক্ষক,
শিক্ষার্থী ও সাধারণ নগরবাসীকে সচেতন করা হচ্ছে। এ পর্যন্ত বিভিন্ন অঞ্চলে ৬টি পৃথক ব্যাচে ৩৮৪ জন শিক্ষক,
স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, নার্সদের ইত্যাদি ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক সভা ও প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
Room’ স্থাপন করা হয়েছে।
২ । গাজীপুর সিটি কর্পোরেশনের নগর ভবনে স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী ‘Dengue Control
৩। পর্যাপ্ত পরিমাণ মশক নিধন ঔষধ ক্রয় করে সকল ওয়ার্ড কাউন্সিলর বরাবর বিতরণ করা হয়েছে হয়েছে এবং
নোভালিউরন ২৫০০০ পিছ)।+
নিয়মিত প্রয়োগ করা হচ্ছে। এডাল্টিসাইড (ম্যালাথিয়ন ১৮৭৫০ লিটার) লার্ভিসাইড (টেমিফস ১০০০ লিটার,
৪ । পর্যাপ্ত ফগার মেশিন (১৩০টি), ভেহিকেল মাউনটেন ফগার মেশিন (২টি), স্প্রে মেশিন (২৬৫টি) ক্রয় করা
হয়েছে এবং আরো ৬০টি ফগার মেশিন, ৫০টি স্প্রে মেশিন ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে। প্রত্যেক ওয়ার্ডের সম্মানিত
ওয়ার্ড কাউন্সিলরদের পর্যাপ্ত মশক নিধন ঔষধসমূহ, ফগার মেশিন ও স্প্রে মেশিন সরবরাহ করা হয়েছে।
৫। গাজীপুর সিটি কর্পোরেশন এর নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত ৩টি নগর মাতৃসদন ও ৭টি নগর স্বাস্থ্য কেন্দ্রে
বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষা চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। এ লক্ষ্যে উল্লেখিত মাতৃসদন ও নগর
স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষা, প্রয়োজনীয় ২০০০টি র্যাপিড এন্টিজেন কিট (NS-1) সরবরাহ করা হয়েছে।
৬ । গাজীপুর সিটি কর্পোরেশনের অসহায় দুস্থ্য বস্তিবাসীদের মাঝে সেভ দ্যা চিলড্রেন বাংলাদেশ এর সহযোগিতায়
মশারী বিতরণ করা হয়েছে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে বস্তিবাসীদের মাঝে বিতরণের জন্য
আরো ৬৫০টি মশারী ক্রয় করা হয়েছে।
৭। গাজীপুর সিটি কর্পোরেশনের সমস্ত ড্রেন, নালা, জলাশয় পরিস্কার করার বিশেষ ক্রাশ প্রোগ্রাম চলমান
রয়েছে।বলে জানিয়েছেন মেয়র