পটুয়াখালী জেলায় বিরাজমান তীব্র গরমে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। বৈশাখের খরতাপে সকাল থেকেই সূর্যের তেজ যেন সহ্যের বাইরে। গরমের তীব্রতায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।গত এক সপ্তাহ ধরে পটুয়াখালীতে তাপমাত্রা ৩৭ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সকাল ১০টার পর থেকেই রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর, রিকশাচালক ও কৃষকরা চরম ভোগান্তিতে পড়েছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, গরমজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু ও বৃদ্ধদের হাসপাতালে আসার হার বেড়েছে। ডায়রিয়া, ডিহাইড্রেশন ও হিট স্ট্রোকের মতো সমস্যাও বৃদ্ধি পেয়েছে।গরমের প্রকোপে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বিঘ্নিত হচ্ছে। জেলার বিভিন্ন বাজারে ক্রেতাসংখ্যা কমে গেছে। সাধারণ মানুষ বলছে, এমন গরম বহুদিন দেখা যায়নি।আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর বাতাসের গতি কম থাকায় বৃষ্টিপাত হচ্ছে না, ফলে তাপমাত্রা আরও কিছুদিন এমনই থাকতে পারে।জনসাধারণকে প্রচুর পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা ও হালকা খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
**সাকিব হোসেন পটুয়াখালী প্রতিনিধি:
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.