মোঃ শাহজালাল দেওয়ানঃ সামাজিক ও ক্রীড়া সংগঠক হাজী মোঃ জহিরুল ইসলাম,এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় ঢাকার কামারপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে তুরাগ স্পোর্টিং ক্লাব বনাম সোমালিয়া (আফ্রিকান) স্পোর্টিং ক্লাবের মধ্যকার এক প্রীতিফুটবল ম্যাচের আয়োজন করেন। প্রীতি ফুটবল ম্যাচে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ঢাকা মহানগর উত্তর ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ জহিরুল ইসলাম। ম্যাচটির প্রধান রেফারি ছিলেন মোহাম্মদ সিকান্দার আলী এবং তার সহযোগী ছিলেন মোহাম্মদ আমির আলী, আব্দুর রব, ও জাহাঙ্গীর আলম। ৬০ মিনিটের ধারাভাষ্যকার হিসেবে ছিলেন তুরাগ থানা বিএনপির সদস্য খোকন সরকার। প্রথমার্ধে দু’দলই প্রাণবন্ত খেলায় মেতে উঠলেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে সোমালিয়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় তালহা একমাত্র গোলটি করেন এবং তার দলকে এগিয়ে নেন। তুরাগ স্পোর্টিং ক্লাব গোলটি শোধ করতে প্রাণপণ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ১-০ গোল ব্যবধানে পরাজিত হয়।খেলা দেখতে উপস্থিত ছিলেন বিএনপি ৫৪ নং ওয়ার্ডের সহ-সভাপতি মোহাম্মদ আমির হোসেন এবং মোহাম্মদ মিজানুর রহমান, ছাত্রদল তুরাগ থানার সভাপতি পদপ্রার্থী আবির রহমান শুভসহ স্থানীয় নেতৃবৃন্দ।খেলা শেষে আয়োজক জনাব হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম উভয় দলকে উৎসাহ দিয়ে বলেনএকমাত্র খেলাধুলাই পারে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে। খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশেই সাহায্য করে না, বরং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একজন তরুণ খেলাধুলায় মগ্ন হলে, সে তার সময়, মনোযোগ এবং শক্তি সেই লক্ষ্য অর্জনে ব্যয় করে, যা তাকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে সহায়ক হয়। এর মাধ্যমে তরুণরা যেমন সুস্থ ও সক্রিয় থাকে, তেমনি সমাজে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে।