থার্টি ফাস্ট নাইট উপলক্ষে ঝলমলিয়া হাইওয়ে থানার ব্যাপক অভিযান পরিচালনা করা হয়। সড়ক পথে দুর্ঘটনা এড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। নাটোর সদর থানাধীন দত্তপাড়া ব্রীজের পূর্ব পাশে রিভু ফিলিং ষ্টেশন এর সামনে হাইওয়ে পুলিশ চেকপোস্ট স্থাপন করে
সেখানে দ্বায়িত্বরত হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: মাহবুর রহমান জানান
হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: শহীদ উল্লাহ (অতি: ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) তার সঠিক দিক নির্দেশনা অনুযায়ী ঝলমলিয়া হাইওয়ে থানা চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে অবৈধ মাদক উদ্ধার, চুরি,ছিনতাই,ডাকাতি প্রতিরোধ ও বেপরোয়া গতি নিয়ন্ত্রনের মাধ্যমে কিছু প্রাণ ও পঙ্গুত্বের হাত থেকে মহাসড়ক ব্যবহারকারীদের রক্ষার আপ্রাণ চেষ্টা তারা করে যাচ্ছেন।
তিনি আরো জানান, একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না তাই এই দূর্ঘটনা রোধ করতে সবাইকে সচেতন হবার আহবান জানান এবং মহাসড়কে থ্রি-হুইলার যেন কোন ভাবেই চলাচল না করতে পারে তার জন্য সবার সহযোগীতা কামনা করেন এবং দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি না চালানো,হেলমেট পরিধান করা, মোটরসাইকেলে দুইজনের অধিক আরোহী না উঠা ও বিপদজনক ওভারটেকিং না করার পরামর্শ দেন।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.