সিংড়া (নাটোর) প্রতিনিধি
সারা দেশে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা ১২টার দিকে সিংড়া কোর্টমাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর-বগুড়া মহাসড়কে এসে স্লোগান দেয়।
এসময় তারা “তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া, ‘‘আমার বোনের কান্না আর না আর না’’, একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর, সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’’ স্লোগান দেন।
মিছিলে নেতৃত্ব দেন জারিফ আল তাহসিন, ফাহাদ, শাহরিয়ার সিয়াম, তাহসিন, সিনহা, রুকাইয়া, শিফা প্রমুখ।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.