মেহেন্দিগঞ্জ প্রতিবেদকঃ মেহেন্দিগঞ্জের সীমান্তবর্তী হিজলার ধূলখোলা ইউনিয়ন বিএনপির এক সংবাদ সম্মেলন সোমবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ন – আহবায়ক সগির আহাম্মেদ। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, গতকাল বরিশালের কিছু অনলাইন ও প্রিন্ট মিডিয়ায়- ” নৌ বন্দর থেকে শিডিউল ছিনতাই – এর যে নাটক সাজিয়েছে বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগের হিজলা উপজেলা কমিটির ত্রান ও পুনর্বাসন সম্পাদক জামাল ঢালী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে তিনি আবারো প্রমান করলেন, আওয়ামীলীগের নেতারা মিথ্যাবাদী। সংবাদে যাকে উত্তর উলানিয়া ইউনিয়ন মৎস্যজীবি দলের আহবায়ক দাবী করছে প্রকৃত পক্ষে এই কালু ঢালী আওয়ামী যুবলীগের নেতা। তিনি হিজলা মেহেন্দিগঞ্জ থানার হত্যাসহ একাধিক মামলার আসামি। তার বাবা আঃ রব ঢালী উত্তর উলানিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। তার আপন চাচা জামাল ঢালী আওয়ামীলীগের হিজলা উপজেলা কমিটির ত্রান ও পুনর্বাসন সম্পাদক। এই কালু ঢালী গত ১৫ বছর আওয়ামীলীগের সুবিধা ভোগ করে এখন উত্তর জেলা মৎস্যজীবি দলের এক নেতার( নিকটাত্মীয়) কাধে ভর করেছে। ১৭ তারিখ নৌ- টার্মিনাল ভবনে শিডিউল ছিনতাইয়ের মতো কোনো ঘটনাই ঘটেনি। সেখানকার সিসি টিভি ক্যামেরা চেক করলেই সত্যটা বেড়িয়ে আসবে। শুধুমাত্র ধূলখোলা বিএনপিকে হেয়প্রতিপন্ন করার জন্য আওয়ামীলীগের প্রেতাত্তারা উঠে পড়ে লেগেছে। এতোদিন ধূলখোলার বাবুগঞ্জ ঘাটটি স্থানীয় চেয়ারম্যান জামাল ঢালী খাস কালেকশনের নামে আওয়ামীলীগের কালু ঢালী, আফছার ঢালী, রবি ঢালী, নিজাম ঢালী, বাবু ঢালী, ছালা ঢালী ও মিরাজ গোলদারকে দিয়ে বিনা টেন্ডারে ভোগ করে আসছিল। এখন যখন সরকার তার রাজস্ব বাড়ানোর জন্য এটি ডাক প্রদান করেছে তাই এরা এখন বিএনপির বদনাম করার জন্য মিথ্যা তথ্য সরবরাহ করে সংবাদ প্রকাশে সহযোগিতা করেছে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবী জানাই। এসময় আরো উপস্থিত ছিলেন, ধূলখোলা ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুর রাজ্জাক সরদার, ধুূলখোলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক রাড়ী, ধুলখোলা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক জাকির হোসেন রাড়ী, তোতা সরদার, ধূলখোলা ইউনিয়ন যুবদল আহবায়ক জাহাঙ্গীর হোসেন খান, যুগ্ন- আহবায়ক খবির রাড়ী, সাবেক সাধারন সম্পাদক ফারুক রাড়ী ও ধুলখোলা ইউনিয়ন শ্রমিক দল সভাপতি শাহজাহান বেপারী।