নরসিংদীর মাধবদী থানা দক্ষিণ শীলমান্দী থেকে ১টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও পাঁচ রাউন্ড ওগুলি সহ ৩ জনকে আটক করেন।অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক নরসিংদী মডেল থানা এর নেতৃত্বে এসআই ইন্সপেক্টর অজিদ চন্দ্র বর্মন, এস আই জসীমউদ্দীন সঙ্গীও ফোর্স সহ থানা এলাকায় মাদক ও অবৈধ অশ্রু উদ্ধার অভিযানে পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে নরসিংদী মডেল থানাধীন দক্ষিণ শিলমান্দী সাকিনস্হ পাখিজার সামনে, মহম্মদ বিল্লাল হোসেনের একতলা বিল্ডিং এর পূর্ব পাশে কক্ষের ভিতর কতিপয় কিছু লোকজন অবৈধ আগ্নেয়াস্ত্র সহ অবস্থান করিতেছে উক্ত সংবাদ উদ্ধতন কর্মকর্তাকে অভিহত করিয়া ২৫-৫-২৫ ইংরেজি তারিখ রাত এগারটা বিশ মিনিটে দক্ষিণ শীলমান্দী বিল্লাল মিয়ার একতালা বিল্ডিংয়ে ফোর্স সহ উপস্থিত হয়। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে পালাউনের চেষ্টাকালে অস্ত্রসহ ৩ আসামিকে আটক করেন।
আটককৃত আসামিরা হলে ,
১/মোঃ সাব্বির হোসেন (২০) পিতা, বিল্লাল হোসেন
২/মোঃ সোহাগ মিয়া (২৫), পিতা- মোঃ মজনু মিয়া ,
৩/ মোহাম্মদ লোকমান হোসেন ( ২৪), পিতা মোঃ বিল্লাল হোসেন সর্বশেষ দক্ষিণ শীলমান্দি।
জানা যায় আসামিরা অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি
নিজেদের হেফাজতে রাখিয়া এলাকায় ডাকাতি দস্যুতা খুন ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপকর্ম করিয়া থাকে। সাধারণ মানুষ তাদের ভয়ে কিছুই বলতে পারতোনা।
আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন বলেন নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃএমদাদুল হক
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.