সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও টি এস সি সহ সারা বাংলাদেশের ন্যায় নরসিংদীতেও কারিগরি ছাত্র আন্দোলনে কর্তৃক উত্থাপিত ছয় দফা দাবি আদায়ে লক্ষে ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়ক অবরোধ করে।কারিগরি শিক্ষা এর আওতাভুক্ত সকল শিক্ষার্থীবৃন্দ।
১৬এপ্রিল ২০২৫ ইংরেজি তারিখ রোজ বুধবার সকল ১০ ঘটিকা থেকে ২'৩০ ঘটিকা পর্যন্ত ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়ক
অবরোধ করে রাখে এতে বিপদে পড়ে দূর দুরন্ত থেকে আশা হাজার হাজার সাধারণ মানুষ।
পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে মহাসড়ক অবরোধ করেছে। আজ সকাল থেকে নরসিংদী পুলিশ লাইনের সামনে ঢাকা - সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে ছাত্র ছাত্রীরা।
শিক্ষার্থীরা জানান, বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে এ ছয় দফা দাবি জানাননো হয়েছে। দাবিগুলো হলো-
১. জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতি আদালতের মাধ্যমে বাতিল এবং ২০২১ সালে রাতের আঁধারে নিয়োগপ্রাপ্ত ইন্সট্রাক্টরদের নিয়োগ বাতিল করতে হবে।
২. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করে উন্নত বিশ্বের আদলে চার বছর মেয়াদি মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করতে হবে।
৩. উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের (১০ম গ্রেড) পদ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) হতে পাস করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আছে। যেসব সরকারি, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে।
৫. কারিগরি শিক্ষায় বৈষম্য দূর করার লক্ষ্যে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করতে হবে।
৬. পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নতমানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নির্মাণাধীন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে (নড়াইল, নাটোর, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও) পলিটেকনিক ও মনোটেকনিক থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করতে হবে। যাতে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করা যায়। মহাসড়ক অবরোধের ফলে এরই মধ্যে অসহনীয় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এখনো প্রশাসনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করতে কেউ আসে নি।
মোঃ মাসুদ নরসিংদী
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.