নরসিংদী মাধবদী থানাধীন শেখের চর সাকিনাস্ত বাবুরহাট বাজার ধূমকেতু মাঠ সংলগ্ন বশির মিয়ার বিলডিং থেকে,ফায়ার সার্ভিস ও মাধবদী থানা পুলিশ এবং শেখেরচর ফাঁরির ইনচার মোঃমাসুদ, এসআই অজিত উপস্থিতিতে মোঃ রাজু (৩৫) কে জুলান্ত লাস উদ্ধার করা হয়। বিশেষ সূত্রে জানা যায় মোঃ রাজু মিয়া তার স্ত্রী মোছাম্মৎ মানছুরা আক্তার (২৮) কে হত্যা করে নিজে আত্মহত্যা করে । মোঃ রাজু মিয়ার দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে বলে জানান এলাকাবাসী। মৃত, আলী মোহাম্মদ, এর ছেলে রাজু মিয়া সাং বালুসাইর , মাধবদী থানা একই গ্রামের বাসিন্দা রাজু মিয়ার স্ত্রী মোসাঃ মানছুরা আক্তার।
বর্তমান লাস দুটি সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ।
নরসিংদী প্রতিনিধি //মোহাম্মদ মাসুদ
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.