নরসিংদী মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের তেতুলিয়া সাকিনস্থ জনৈক সাইফুল ইসলামের ডেইরী ফাম হতে পাঁচটি হলেস্টান ফ্রিজিয়ান জাতের গাভী চুরি হওয়ার ঘটনায় মামলা রুজু হওয়ার পর পরই স্থানীয় সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মামলা রজুর আট ঘন্টার মধ্যে অফিসার ইনচার্জ মাধবদী থানা, জনাব নজরুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই সেকেন্দার হোসেন, এসআই আল আমিন, এসআই বারেক এর সমন্বয়ে একটি চৌকশ টিম ইং--২৫/০৫/২০২৫ তারিখ বিভিন্ন জেলাও থানা অভিযান পরিচালনা করে, চুরি হওয়া পাঁচটি হলেস্টান ফ্রিজিয়ান জাতের সাদা-কালো রংয়ের গরু উদ্ধার এবং আন্ত জেলা-চোর চক্রের ছয় জন সদস্যকে গ্রেফতার করে। আনুমানিক মূল্য-১৩,০০,০০০/-টাকা। গ্রেফতারকৃত আসামীঃ- ১। মোঃ মোসলেম মিয়া পিতা-মৃত তাহের আলী সাং-আলগী কান্দাপাড়া। ২। মোঃ নজরুল ইসলাম পিতা-মৃত হাহের আলী সাং-আলগী কান্দাপাড়া, উভয় থানা-মাধবদী, জেলা-নরসিংদী। ৩। মোঃ ওবায়দুল ইসলাম পিতা-মোঃ জামাল হোসেন সাং-পাচগাও থানা-আড়াইহাজার ৪। মোঃ মনসুর মিয়া পিতা-মৃত আজিজুল সাং-বালুসাইর থানা-মাধবদী জেলা-নরসিংদী। ৫। মোঃ আব্দুল্লাহ পিতা-মোঃ কামাল হোসেন সাং-আলগী কান্দাপাড়া থানা-মাধবদী জেলা-নরসিংদী। ৬। মোঃ হৃদয় গাজী পিতা-মৃত বাচ্চু মিয়া সাং-কৃষ্ণ কাঠি থানা-বাকেরগঞ্জ জেলা-বরিশাল। এ বিষয়ে মাধবদী থানায় একটি রুজু করা হয়েছে।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.