নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আব্দুর রহমান খান। এ উপলক্ষে শুক্রবার বিকেলে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডঃ ডক্টর লিপিকা ভদ্রর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, নাটোরের জেলা প্রশাসক মিজ আসমা শাহীন, নাটোরের পুলিশ সুুপার মারুুফাত হুসাইন প্রমুখ । নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোাহাামম্মদ খবির উদ্দিন মোল্যা বলেন চলতি মারাই মৌসুমে দুই লক্ষ মেঃ টন আঁখ মারাই করে১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর এক লক্ষ ৮৮ হাজার ৬৩৪ মেঃ টন আখ মাড়াই করে ১০ হাজার ৬৬৭ মেট্রিক টন চিনি উৎপাদন করেছিল। এতে প্রতি কেজি চিনির মূল্য ১১৬ কোটি হওয়ায় মিলটি ২০ কোটি টাকা লাভ করেছিল।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.