ঝিকরগাছা নাইড়া গ্রামে বিএনপি নেতা মোঃ ফয়জুর মাস্টারের স্ত্রী তানজিলাকে, জহির উদ্দিনের (ভুয়া) মামাতো বোন সাজিয়ে। দানপত্র বুনিয়াদে ভুয়া দলিল করে। তানজিলা, ও তার স্বামী ফয়জুর মাস্টারের বিরুদ্ধে। ভীত স্থাপন ও কবরস্থান দখলের অভিযোগ উঠেছে।
নাইড়া গ্রামের বয়স্ক এবং সাধারণ জনতা বলেন। আমার বাপ দাতার আমল থেকে ওখানে কবরস্থান দেখে আসছি। এছাড়াও ওই জমি দলিলে কবরস্থান নামে উল্লেখ আছে। রেকর্ডও হয়েছে কবরস্থান নামে। কিন্তু ফয়জুর মাস্টার গোপনে। তার স্ত্রীকে জহির উদ্দিনের,(ভুয়া) মামাতো বোন সাজিয়ে। দানপত্র বুনিয়াদি (ভুয়া) জাল দলিল করে পাঁচ শতক জমি লিখে নেয়।
ফয়জুর মাস্টার, লোকজন নিয়ে জোর করে বিএনপি’র দলীয় প্রভাব খাটিয়ে। ভিত স্থাপন করে। কবরস্থানের ওই জায়গায়। ওই জমির শরীক দাতারা। কবরস্থানের ভিত স্থাপনা কাজে বাধা দিলে। ফয়জুর মাস্টার, ও তার লোকজন। তাদেরকে বেপরোয়াভাবে মারধোর করে আহত করে। এমনকি শরীক দাতার একজনকে মেরে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বাজার ঘাটে উঠলে তাদেরকে মারধোর করবে বলে। বিভিন্ন প্রকারে হুমকি ধামকি দিয়ে আসছে। ফয়জুর মাস্টার ও তার লোকজনেরা। ভুক্তভোগীরা ফয়জুর মাস্টারের ভয়ে বাজারে উঠতে পারে না বলে দাবি জানিয়েছে।
এই বিষয়ে ভুক্তভোগীরা ফয়জুর মাস্টারের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করতে গেলে।ফয়জুর মাস্টার শংকরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হওয়ায়। ফয়জুর মাস্টার এবং তার স্ত্রী তানজিলার বিরুদ্ধে। মামলা না হয়ে। ফয়জুর মাস্টারের দুই ভাইয়ের নামে মামলা দায়ের হয়। যার মামলা নাম্বার জিআর ২৪০/ ২৪ আমরা এ বিষয়ে বাঁকড়া আইছি। ইন্সপেক্টর মামুন সাহেবের সাথে কথা বলেছি। তিনি বলেন আমি এই বিষয়ে একবার বিচারও করে আসছি।
নাইড়া গ্রামে প্রায় একশতও বেশি লোকের সাথে আমরা কথা বলেছি। ওই গ্রামের কুড়ি থেকে ২৫ জন ব্যক্তির জবানবন্দী নিয়েছি। এমনকি মসজিদ থেকে নামাজ পড়ে যেসব মুরুব্বিরা বেরিয়ে আসছিলো। তাদের সাথেও আমরা কথা বলেছি।তারা সবাই একই কথা বলেছে। ওটা পুরনো কবরস্থান ছিলো।এ খবর গ্রামবাসীর সকলেই জানে।
সবাইকে মরতে হবে। আমাদের সবাইকে ওই কবরে যেতে হবে। এজন্য কবরস্থানে জায়গা নিয়ে এত বাড়াবাড়ি করা ঠিক না। এরকম ধরনের কথাও উঠে এসেছে। ওই গ্রামের প্রত্যেকটি মানুষ ভুক্তভোগীদের পক্ষে কথা বলেছে। তারা আজ সঠিক বিচার পাচ্ছে না। তাই ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছে।এ বিষয়ে তারা জোরালো দাবি জানিয়েছে প্রশাসনের কাছে। সঠিক তদন্তের মাধ্যমে যেন বিচার হয়। এবং তারা যেন তাদের বাপ, দাদার, পুরনো কবরস্থানের জায়গাটি ফিরে পায়।।। নাইড়া, ঝিকরগাছা, যশোর,