মোঃ সাকিল হোসাইন
জেলা প্রতিনিধি নাটোরঃ
নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি বিল হল ভেদ্রার বিল। নাটোর সদরের বড় হরিশপুর ইউনিয়নে অবস্থিত এই বিল। এ বছরে বর্ষা শুরুর দিকে উপজেলা মৎস্য অফিস থেকে ভেদ্রার বিলে বিভিন্ন প্রজাতির মাছের চারা পোনা অবমুক্ত করা হয়। বিলকে মাছের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল বছরের কোন একটি নির্দিষ্ট সময়ে সবাই মাছ ধরতে পারবে। তার ধারাবাহিকতায় আজ ৬ নভেম্বর ২০২৪ ইং তারিখে নাটোর সদর উপজেলা ও আশেপাশের উপজেলা গুলো থেকে মৎস্য শিকারীরা পলো দিয়ে মাছ ধরা উৎসবে অংশগ্রহণ করেন। ঐতিহ্যবাহী এ বিলে এ বছরে এক যোগে ২৫০ থেকে ৩০০ জনের মতো মাছ শিকার করতে আসে। ধলাট থেকে মাছ শিকার করতে আসা মোঃ মিজানুর রহমান বলেন আমরা বিভিন্ন জায়গায় পলো দিয়ে মাছ ধরতে আসি এবারে নিজেদের বিলে মাছ ধরতে পেরে তারা খুবই খুশি বলে জানিয়েছেন এবং মোটামুটি সবাই মাছ পেয়েছে এ বিষয়ে তারাও খুব খুশি। নাটোর পাইকেরদৌল এলাকা থেকে মাছ শিকার করতে আসা পঞ্চাশোর্ধ ব্যক্তি আব্দুর রহিম বলেন এ বছরে বিলে প্রচুর পরিমাণে মাছ অবমুক্ত করা হয়েছে এ বিষয়ে তারা খুব খুশি এবং তারা সবাই একত্রিত হয়ে মাছ শিকার করতে আসছেন এবং অনেকেই মাছ পেয়েছেন এতে তারা খুবই খুশি।