নাটোর প্রতিনিধি
নাটোর শহরের মীরপাড়া ও পালপাড়া দুটি বাড়িতে ডাকাতির ১৮ ঘন্টার মধ্যে চার ডাকাত কে লুন্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকা এবং দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করা হয়েছে। গতরাতে ১৪ (নভেম্বর) নাটোর ও নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন নাটোর শহরের আলাইপুর মহল্লার আব্দুর রাজ্জাক ওরফে নামাজ আলীর ছেলে মোহাম্মদ রনি ৩৬, তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার মৃত হারুন আলীর ছেলে সবুজ ২৭ ,সিংড়া উপজেলার মারি মহিষমারি গ্রামের আতাউলের ছেলে এনামুল হক ২৮ এবং নওগাঁ জেলার আত্রাই উপজেলার দাঁড়িয়া গাথি গ্রামের নীলাচন্দ্র ছেলে মিন্টু কুমার ৩২। আজ সকাল সাড়ে দশটায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে নাটোরে পুলিশ সুপার মারুফাত হোসাইন এর তথ্য নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিং এ তিনি বলেন গত ১৩ ই নভেম্বর রাতে শহরের পালপাড়া ও মীরপাড়া এলাকার দুটি বাড়িতে মুখোশধারী ছয় জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় । এ ঘটনায় মীরপাড়া মহল্লার উত্তম কুমার সাহা এবং পালপাড়া মহল্লার স্বপন কুমার কুন্ডু নাটোর থানায় দুটি পৃথক মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে নাটোর থানা পুলিশ নাটোর এবং নওগাঁ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালে চালিয়ে উল্লিখিত চারজন ডাকাতকে গ্রেফতার করে । এ সময় তাদের কাছ থকে একটি স্বর্ণের চেইন একটি সোনার আংটি ২৪ ক্যারেট গলিত ঝুর স্বর্ণ একটি লহার তৈরির চাপাতি ,একটি ছড়া ,দুইটি হাসোয়া ,দুটি মোবাইল ফোন এবং স্বর্ণ বিক্রির ১৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয় ।পুলিশ সুপার মারুফাত হোসেন জানান ডকাতির সাথে জড়িত বাকী ব্যক্তিদের গ্রেফতারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.