নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলায় বাসিলা কাচারিপাড়ায় স্থানীয় কৃষক শরৎচন্দ্র দাস শীতের সকালে নিজ বসত বাড়িতে রোদ পোহাচ্ছিলেন এমতাবস্থায় হঠাৎ করে শিয়াল আক্রমণ করে। শিয়াল আক্রমণ করলে স্থানীয় কৃষক শরৎচন্দ্র দাস (৭০) কে শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে যখম করে। শরৎচন্দ্র দাস কে উদ্ধার করতে আসলে স্থানীয় আরো এক জন কৃষক ফিরোজ (৪০) কে ও শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে জখম করে। পরবর্তীতে স্থানীয়দের সাহায্য সহযোগিতায় কৃষক শরৎচন্দ্র দাস এবং ফিরোজকে উদ্ধার করে নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় পরবর্তীতে নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয়রা বলেন, বর্তমান সময়ে এলাকায় প্রচুর শিয়ালের উপদ্রব বেড়েছে এজন্য স্থানীয়রা স্থানীয় প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন।
আহতদেরকে চিকিৎসা দিয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.