নাটোর প্রতিনিধি
নাটোরে নয় লক্ষ তেতাল্লিশ হাজার জালসহ টাকা সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেলা পৌনে দুইটার দিকে নাটোর রাজশাহী মহাসড়কের শুভেচ্ছা ব্রিট ফিল্ডের সামনে থেকে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দুসল মাদ্রাসা গ্রামের আরিফ হাওলাদার ৪০,বাগেরহাট জেলার চিতলমারী থানার শিবপুর গ্রামের মৃত ফাহাম শেখের ছেলে আরিফ হোসেন ৪৭ ,পটুয়াখালী জেলা সদরের বোতলবুনিয়া গ্রামের আমজাদ আলী খানের ছেলে মোস্তফা খান ৪৩, ঝালকাঠি জেলার রাজাপুর থানার কেওয়াটা গ্রামের হানিফ হাওলাদার ছেলে রফিকুল ইসলাম ৪০ এবং একই এলাকার কেউতা গ্রামের নূর মোহাম্মদের ছেলে ফেরদৌস ৩০। আজ বেলা তিনটায় নাটোর থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মারফত হোসাইন এসব তথ্য জানান। পুলিশ সুপার জানান গোপন সূত্রে সংবাদ পেয়ে নাটোর থানা পুলিশের একটি টিম রাজশাহী থেকে রংপুরগামী যাত্রীবাহী বাস মোহাম্মদ পরিবহনকে শুভেচ্ছা ব্রিক ফিল্ডের সামনে থামায় এবং তল্লাশি চালায়। এ সময় নয় লক্ষ ৪৩ হাজার জাল টাকা সহ উল্লেখিত পাঁচজনকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার জানান গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানা গেছে তারা রংপুর থেকে এই জাল টাকা দিয়ে আলু কেনার জন্য যাচ্ছিলেন। এই ঘটনার সাথে আর কারা জড়িত রয়েছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
মোঃ সাকিল হোসাইন
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.