মোঃ সাকিল হোসাইন
জেলা প্রতিনিধি নাটোরঃ
নাটোরের বড়াইগ্রামে পলিথিন ব্যাগ মজুত করায় নিরঞ্জন সু স্টোরের মালিক নিরঞ্জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও তার কাছ থেকে ২৮৭০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। ৪ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার বনপাড়া বাজারে নিরঞ্জন সু স্টোরে অভিযান চালিয়ে এ জব্দ ও জরিমানা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না বলেন, পরিবেশ রক্ষায় পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ। কোনো দোকান বা মার্কেট যাতে পলিথিন ব্যাগ ব্যবহার করতে না পারে সে জন্য দেশজুড়ে প্রচারণা চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে আজ বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিরঞ্জন সু স্টোরের মালিক নিরঞ্জনের গোডাউন থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২৮৭০ কেজি পলিথিন জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। নিরঞ্জন সু স্টোরের মালিক নিরঞ্জন জানান, নিষেধাজ্ঞার আগে এসব পলিথিন কেনা হয়। কিন্তু হঠাৎ এত পলিথিনের কাছে আমি অসহায়। দৈবক্রমে আমি এই পলিথিন আমার গোডাউনে রেখেছিলাম।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.