নাটোর প্রতিনিধিঃ
নাটোরের লোচনগড়ে পীর কবিরাজ আল চিশতীর মাজার ও মাজার প্রাঙ্গনে আয়োজিত বাৎসরিক বাউল সংগীতের প্যান্ডেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।সোমবার(৩০ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের লোচনগড় গ্রামে এই ঘটনা ঘটে।
কবিরাজ আল চিশতী মাজারের সভাপতি হোসেন কবিরাজ বলেন, প্রতিবছরই মাজারে আমরা ওরসের আয়োজন করি। গতবছরও এলাকায় ১ লাখ টাকা চাঁদা দিয়ে প্রোগ্রাম করতে হয়েছে। এবছরও তারা ২ লাখ টাকা চাঁদা দাবি করে। আমি বলেছি প্রোগ্রাম হয়ে হয়ে যাওয়ার পরে বিষয়টি দেখবো। এ বিষয়ে কথা বলতে একটি রাজনৈতিক দলের স্থানীয় নেতা আমাকে গতকাল সোমবার সন্ধ্যায় ফোন দিয়ে ডেকেছিল। আমি ব্যস্ততার কারণে যেতে পারিনি।
এরপর সন্ধ্যার পরে আচমকা দরগায় হামলা চালায় ওই গ্রুপ। আমি প্রাণের ভয়ে লুকিয়ে ছিলাম। হামলাকারীরা অনুষ্ঠানের গেট, প্যান্ডেল, মাজারের ওপরের ছাদ, খানকা, দরবারের প্রয়োজনীয় কাগজপত্র থাকার ঘরেও ভাঙচুর চালায়। এসময় খাদিজা নামে এক নারী ভক্তকে পিটিয়ে আহত করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার এক ব্যক্তি জানান, মাজারের নাম দিয়ে সেখানে তারা গাঁজা-মদ সেবন করেন। প্রতিবছর এই সময় হলে দুই তিন দিন ধরে বিকট শব্দের সাউন্ড বক্স লাগিয়ে সেখানে অনুষ্ঠান করে। এলাকাবাসী নিষেধ করলে এগুলো শুনেন তো তারা। তাই গতকাল এলাকাবাসী গিয়ে এগুলো উচ্ছেদ করেছেন।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়েছিল। কয়েকজনকে আটকও করা হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.