মোঃ সাকিল হোসাইন
জেলা প্রতিনিধি নাটোরঃ নাটোর শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে নাটোরের হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদ মৃধার অপসারণ এবং বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে অভিভাবক এবং শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার নাটোর ঢাকা মহাসড়কের হয়বতপুর এলাকায় এই অবরোধের ঘটনা ঘটে।
অবরোধকারীরা জানান, হয়বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদ মৃধা দীর্ঘদিন ধরে ক্লাসরুমে এবং শিক্ষকদের রুমে নিয়ে শিশুদের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং যৌন হয়রানি করে। বিষয়টি শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের জানায়। এরই প্রেক্ষিতে অভিভাবক এবং শিক্ষার্থীরা ওই শিক্ষকের অপসারণ এবং বিচারের দাবিতে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের দুই পাশে অনেক যানবাহন আটকে যায়। প্রধান শিক্ষক অহিদ মৃধাকে আটকের পরে সেনাবাহিনী এবং পুলিশের হস্তক্ষেপে ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থী এবং অভিভাবকরা। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ওসি (তদন্ত )নাটোর সদর বলেন, এলাকাবাসী ও অভিভাবক বৃন্দ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদেরকে শ্লীলতাহানির অভিযোগ করেছে আমরা সেগুলো খতিয়ে দেখব এবং সেগুলোর সত্যতা পাওয়া গেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.