নাটোর প্রতিনিধিঃ
আজ বেলা আনুমানিক ১২ ঘটিকার দিকে নাটোর বড়গাছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ খানম তার এ্যাকাডেমিক কাজে নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্দেশ্যে রওনা হন অটোতে করে। প্রধান শিক্ষিকা শাহনাজ খানম বলেন আমি নিচা বাজার ট্রাফিক পুলিশ বক্স এর পাশ থেকে একটি অটোতে করে কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের দিকে রওনা হই। এমতাবস্থায় নাটোরের মসজিদ মার্কেটের সামনে থেকে পাঁচ জন মহিলা অটোতে ওঠে। তারা অটোতে ওঠার পর থেকে পাঁচজনই সন্দেহ মূলক আচরণ করতে থাকে তাদের গাড়িটি নাটোরের মাদ্রাসা মোড় নাজ ফার্মেসী নিকট পৌঁছালে তাদের মধ্যে একজন প্রধান শিক্ষিকা শাহনাজ খানম এর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে পরবর্তীতে তিনি চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা এগিয়ে আসলে পরবর্তীতে তারা নাটোর সদর থানা পুলিশকে বিষয়টি অবগত করলে তারা ঘটনাস্থলে এসে পাঁচজন মহিলা ছিনতাইকারী কে আটক করে থানায় নিয়ে যায় প্রাথমিক অবস্থায় তারা স্বীকার করেন তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে এবং তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়। প্রধান শিক্ষিকা শাহনাজ খানম দাবি করেন বর্তমান সময়ে চুরি ছিনতাই ও ডাকাতি নাটোরে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নাটোর সদর থানার ওসি বলেন আমরা অভিযোগ পেয়েছি অভিযোগের ভিত্তিতে আমরা আসামিগণকে আদালতে পাঠানোর প্রস্তুতি গ্রহণ করছি।