নওগাঁ জেলা সহকারি জজ আদালত নিয়ামতপুর নওগাঁ এর মামলা উপেক্ষা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি নিয়ামতপুর উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এর প্রতিবাদে আজ শুক্রবার ১৬ মে সকাল ১১ টায় নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের ডাহুকা গ্রামের ঘটনা স্থলে মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
বিস্তারিত জাকির হোসেনের ভিডিও চিত্রে
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন , সেলিম রেজা, বিপ্লব, আব্দুর রহিম, ঝরনা বেগম, নূরে আলম সুজা প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১৫ মে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার ভূমি নিয়ামতপুর রেজাউল করিম। যে আদেস বলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন তা সম্পন্ন আইন পরিপন্থী আমরা উনাকে আপিলের ইনফরমেশন সিলিপ জমা দেওয়ার পরেও আওয়ামী লীগের দোসরদের নিয়ে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করেন। ইতিমধ্যে জেলা প্রশাসক এডিসি রেভিনিউ, সহকারী কমিশনার ভূমি নিয়ামতপুর ও মামুন সরদারের নামে আইনি নোটিশ আসলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে নিজের ক্ষমতার বলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
বক্তারা আরো বলেন, মামলার আর্জিতে আর এস দাগ নম্বর ৩ না থাকলেও মামলার প্রতিবেদনে আর এস ৩দাগ উল্লেখ করা হয় যা উদ্দেশ্য প্রণোদিত ভাবে লেখা হয়েছে। আর এস তিন দাগের জমির শ্রেণি ভিটা, যার পরিমাণ ১.৭৯।
নির্বাহী ম্যাজিট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, আমি কোটের আদেশ পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। আর এস ৩ দাগের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে বলেন, মামলার আর্জিতে আরএস দাগ ৩ আছে কিনা আমি জানিনা, আদেশ কপিতে ৩নং দাগ আছে এ কারনে বাড়ি ভাংতে বাধ্য হয়েছি।