ঢাকা, ২ মে ২০২৫ — আওয়ামী লীগের বিচার এবং দলটিকে নিষিদ্ধ করার আগে দেশে কোনো জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন দলটির নেতারা।সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির ঢাকা মহানগরের বিভিন্ন থানার নেতা-কর্মীরা। বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতারা। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে টালবাহানা চলছে।দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক তারিকুল ইসলাম বলেন, "গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে আমরা যে টালবাহানা দেখছি, তা অত্যন্ত লজ্জাজনক। জনগণ গত বছরের ৫ আগস্টেই আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এরপরও কেউ দলটিকে পুনর্বাসনের চেষ্টা করলে জুলাই যোদ্ধারা তাদের প্রতিহত করবে।"তিনি আরও বলেন, "আমাদের হাইকোর্ট দেখাবেন না। হাইকোর্ট দেখে জুলাই বিপ্লব হয়নি।"সমাবেশ চলাকালীন বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
স্টাফ রিপোর্ট// আশরাফুল আলম
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.