নেতা নয় সর্বদা জনগনের সেবক হয়ে কাজ করে যেতে চাই – ব্যারিস্টার লিটন

স্টাফ রিপোর্টার: ইফতিয়াজ সুমন

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আগাম গণসংযোগ ও প্রচারণায় নেমেছেন, সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-তাহিপুর- জামালগঞ্জ-মধ্যনগর) আসনের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুনামগঞ্জ সরকারি কলেজ ও জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুক্তরাজ্য ‘আইনজীবী ফোরামের’ বর্তমান সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন।।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পযন্ত ধর্মপাশা ও মধ্যনগর জামালগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ও হাট বাজারে ব্যাপক গণসংযোগ করেন তিনি। সুনামগঞ্জ -১ আসনে (ধর্মপাশা-তাহিপুর- জামালগঞ্জ-মধ্যনগর) বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি। তার সাথে প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তিনি সুনামগঞ্জ সরকারি কলেজ ও জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুক্তরাজ্য ‘আইনজীবী ফোরামের’ বর্তমান সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করে আসলেও দলীয় কোন বিশেষ সুযোগ-সুবিধা ভোগ করেননি। দল ও দলের ভাবমূর্তি ক্ষুন্নকর এমন কোন অভিযোগের দাগও পড়েনি তার শরীরে। তিনি দলের জন্য দিয়েই গেছেন। আগলে রেখেছেন তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে।

সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীকে তিনি আপন করে নিয়েছেন। মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে তার দান অনুদান। বিপদ আপদে সাধারন মানুষের পাশে দাড়াচ্ছেন তিনি।একারনে পরিবর্তনের ডাক দিয়ে ১
আসনের হাট- বাজার, গ্রামে গঞ্জে, দলীয় নেতা কর্মীদের দেয়া বিলবোর্ডে শোভা পাচ্ছে জাতীয় সংসদ নির্বাচনে
ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন ভাইকে “এমপি হিসেবে দেখতে চাই”।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন এমপি প্রার্থী হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের কাছে পরিচিত একজন মুখ। এ আসনে অন্যান্য প্রার্থীর তুলনায় তিনি দলীয় মনোনয়নের যোগ্য প্রার্থী। যে কারণে আমরা বিএনপির নীতি নির্ধারণী ফোরামের কাছে দাবি করছি এ আসনে তাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হোক।

জানা গেছে, জামালগঞ্জ ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা হতে বিভিন্ন বাজারে গ্রামে ও হাট বাজারে ব্যাপক গণসংযোগ করেন ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন। তার উপস্থিতিতে উৎসুক জনতার ঢল নামে। দলীয় নেতাকর্মীদের মাঝেও প্রাণচাঞ্চল্য দেখা যায়। গনসংযোগকালে বিএনপির সরকারের উন্নয়ন তুলে ধরে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন।

ব্যারিস্টার লিটন বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য। জনগনের কল্যাণের জন্যই আমার রাজনীতি। দীর্ঘদিন যাবত সুনামগঞ্জ সরকারি কলেজ ও জামালগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, যুক্তরাজ্য ‘আইনজীবী ফোরামের’ বর্তমান সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি, কিন্তু কখনো কোন অন্যায় করিনি। দুর্নীতিকে কখনো প্রশ্রয় দেইনি। নিজের কষ্টে উপার্জিত অর্থ মানুষের কল্যানে ব্যায় করি। আমার ছাত্র জীবন থেকে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব ও আগামীর রাস্ট্র নায়ক তারেক রহমানের পরামর্শে জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। জনকল্যাণে কাজ করা আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। জনাব তারেক রহমানের আহ্বান রাষ্টকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি করণের মাধ্যমে সাম্য, মানবিক রাষ্ট্র, সামাজিক মূল্যবোধ, ন্যায় বিচার, আইনের শাসন, মানুষের জীবনমান উন্নয়ন ও সুখী, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের অগ্রযাত্রায় নতুন প্রজন্মকে সাথে নিয়ে কাজ করতে চাই। দেশ-প্রেমীক, সুশিক্ষিত, মেধা ও যোগ্যতার ভিত্তিতে গ্রহনযোগ্য নেতৃত্বের মাধ্যমে সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তুলার জন্য সুনামগঞ্জ ১ আসলের সকল পেশার জনগণের ভূমিকা রাখার আহব্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও হাওরের উন্নয়নে আমার অগ্রাধিকার থাকবে। বিশেষ করে হাওরের প্রান্তিক কৃষক ও মৎস্যজীবিদের জীবনমানের পরিবর্তনে কাজ করতে চাই। শিক্ষার প্রসারে প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এবং হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে পরিকল্পিত ভাবে কাজ করতে চাই। হাওরে দেশীয় মাছের সংকট দেখা দিচ্ছে। মৎস্য নীতিমালার মাধ্যমে দেশীও মাছের অভয়াশ্রম করে হাওরকে মৎস্য ভান্ডার করা আমার দীর্ঘদিনের স্বপ্ন। ইনসাফের ভিত্তিতে এই অঞ্চলের কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।

     More News Of This Category

Our Like Page

পুরাতন খবর

MonTueWedThuFriSatSun
      1
2345678
23242526272829
3031     
    123
       
 123456
28293031   
       
      1
2345678
30      
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31