পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের দক্ষিণ লোহালিয়া এলাকায় বারেক ফকির (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে। তারা হলেন- আজাহার খান, তার দুই ছেলে আবদুর রহমান খান ও আরিফ খান।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, গত শুক্রবার (২ মে) জুমার নামাজ শেষে মেয়ের সম্বন্ধের বিষয়ে জানতে চাওয়া মাত্রই উত্তপ্ত বাক্য বিনিময় হয়। বারেক ফকির সত্য কথায় সাড়া দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিযুক্তরা। পরে তারা বারেক ফকিরের ওপর অতর্কিত হামলা চালায়।হামলায় গুরুতর আহত বারেক ফকিরকে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে স্বজনরা তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। শনিবার (৪ মে) বিকেলে নিজ বাড়িতে চিকিৎসাধীন বারেক ফকির মারা যান।এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এমন নৃশংস ঘটনায় তিনজনই জড়িত। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আরও অনেক নিরীহ মানুষ এভাবে নির্যাতনের শিকার হবে। আমরা দ্রুত বিচার চাই।এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের কাউকেই পাওয়া যায়নি। তবে অভিযুক্ত আজাহার খানের স্ত্রী চ্যানেল-24 অনলাইনকে বলেন, বারেক ফকির আগে থেকেই অসুস্থ ছিলেন। ঘরের কাজ করতে গিয়ে পড়ে গিয়ে মারা গেছেন।অন্যদিকে অভিযুক্ত আবদুর রহমানের ছোট ভাই রাসেল খান বলেন, সম্বন্ধের বিষয়ে উল্টাপাল্টা কথা বললে কি চুপ করে থাকা যায়? সে কেন বলল, সেটা আগে জিজ্ঞেস করেন। আর বাবা-ভাই কোথায় আছে, তা আমি জানি না।এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। এলাকাবাসীর দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.