পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে তায়েবা (৮) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার লেবুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কারিকরপাড়া এলাকায় এ মর্মান্তিক পানিতে ডুবির ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, সোমবার দুপুর ২টার দিকে কারিকরপাড়ার বাসিন্দা জামাল কারিকরের ৮বছর বয়সী শিশুকন্যা তায়েবা বাড়ি সংলগ্ন পায়রা নদীর ঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুজি করে না পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের ডুবুরি খবর দেয়। বিকেল ৩টায় ডুবুরি দল টানা আড়াই ঘন্টা চেষ্টার পর বিকেল ৫টার দিকে মাছ ধরা জাল টেনে শিশুটির মরদেহ উদ্ধার করতে সমর্থ হয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। অপমৃত্যু মামলা রুজু হয়েছে। লাশ দাফন করার জন্য পরিববারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.