পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগে প্লাম্বিংয়ের কাজ করার সময় দেয়াল ধসে রাফিউল্লাহ খান (রাফি) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।রাফিউল্লাহ খান (রাফি) দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবদুর জব্বার খানের ছেলে।পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজিব বলেন, ‘সংবাদ পেয়ে সোয়া ১টায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। প্লাম্বিং মিস্ত্রী পাইপ নেয়ার জন্য ফ্লোরের ওপরের কিছু অংশের দেয়াল কেটে ফেলে। কাটা অংশের মধ্য দিয়ে মাথা ঠুকিয়ে কাজ করার সময় দেয়াল ধসে চাপা পড়েন ওই শ্রমিক। ওই শ্রমিককে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দুমকি থানার এসআই সজিব বলেন, ‘খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ঘটনাস্থলে যাই, তবে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন ওই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। শ্রমিকের মরদেহ থানায় নেয়া হয়েছে। অভিভাবকের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
সাকিব হোসেন জেলা প্রতিনিধি প্রতিনিধিঃ
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.