মোঃ দেলোয়ার হোসেন, পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সচীন চন্দ্র (৩৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শনিবার রাত দেড়'টায় রেলষ্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সচীন পাঁচবিবি পৌরসভার মদিনা মসজিদ এলাকার নিতাই চন্দ্রের ছেলে। সে পেশায় একজন ভ্যান চালক। পাঁচবিবি ষ্টেশন মাস্টার জয়ন্ত চক্রবর্তী জানান, রাত দেড়'টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ষ্টেশন অতিক্রম করার সময় ঐ ব্যক্তি চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেয়। এসময় তার দেহ থেকে মাথা বিছিন্ন হয়ে যায় এবং তার মৃত্যু হয়।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তারিখঃ ১৯/১০/২০২৪
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.