দেলোয়ার হোসেন পাঁচবিবি(জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নিকরদিঘী নান্দুলা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন কে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের আনা অভিযোগ প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় আজ মঙ্গলবার বৈকালে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা যায়।
অভিযোগে জানা গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ের নিজস্ব জমি, পুকুর ও বিদ্যালয়ের তহবিল থেকে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলে এলাকায় মানববন্ধন সহ বিভিন্ন দফতরে অভিযোগ করেন। অভিযোগ উঠার পর থেকে প্রধান শিক্ষক কবির হোসেন কে বিদ্যালয়ে প্রবেশ করতে দেয়নি বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র ছাত্রী ও অভিভাবকরা। অভিযোগ আছে সদ্য অপসারিত পাঁচবিবি পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানের সাথে যোগসাজস করে বিদ্যালয়ের এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে আজ বৈকালে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান প্রধান শিক্ষক কবির হোসেন কে আগামী তিন মাসের জন্য সাময়িক বরখাস্ত করে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিনহাজ টিটু রোমেল কে দায়িত্ব প্রদান করেছেন। উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান বলেন প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের আর্থিক অনিয়মের বিষয়টি প্রাথমিক ভাবে প্রমানিত হওয়ায় প্রধান শিক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.