মোঃদেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধিঃ
নায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে জয়পুরহাটের পাঁচবিবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বুধবার এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন।
পাঁচবিবি কৃষি ব্যাংক সংলগ্ন মোড় হতে পাঁচমাথা পর্যন্ত সকাল সাড়ে ১০ টা থেকে শুরু হয়ে সাড়ে ১১টায় পর্যন্ত দীর্ঘ ১ ঘন্টার মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন দিবাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকার শিক্ষক নুশরাত সুলতানা মুক্তা, দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকার শিক্ষক মাহবুব হোসেন, কাঁশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকার শিক্ষক মিনা নাজমিন, সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকার শিক্ষক ফরহাদ হোসেন, কলন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকার শিক্ষক মাযহারুল ইসলাম, কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকার শিক্ষক নাজমুস সাদা’আত, ধরঞ্জী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকার শিক্ষক আদম আলী, আব্দুর রউফ প্রমুখ।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেনের মাধ্যমে বৈষম্য বিরোধী অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার একটি স্বারকলিপি প্রদান করেন।