মোঃ দেলোয়ার হোসেন, পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ
জমকালো আয়োজনের মধ্যদিয়ে পাঁচবিবি প্রেসক্লাবের আয়োজনে ভোজ ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে
আজ শনিবার (২৩নভেম্বর ) সন্ধ্যায় পাঁচবিবি প্রেসক্লাব মিলনায়তনে মনোরম পরিবেশে এ প্রীতি ভোজ ও মিলন মেলা সম্পন্ন হয়।
এদিন বিকেল থেকে ধীরে ধীরে আমন্ত্রিত অতিথিদের আগমন ও ক্লাবের সদস্যদের পদচারণায় উৎসব মুখর হয়ে উঠে পাঁচবিবি প্রেসক্লাব প্রাঙ্গণ।
উপস্থিত অতিথি ও সদস্যদের মধ্যে পরিচিতি পর্ব ও সৌহার্দ্যপূর্ণ আড্ডায় গড়ে ওঠে এক অদ্ভূতপূর্ব মিলন মেলা
পরিচিতি পর্ব শেষে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল হাইয়ের সঞ্চালনায় সংক্ষিপ্ত এক আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, সাধারণ সম্পাদক আবু হাসান, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর ফেরদৌস রাইট, জামায়েত ইসলামীর উপজেলা আমির ডাঃ সুজাউল করিম, সেক্রেটারি মোঃ মুক্তার হোসেন প্রমুখ।
শেষে সকল অতিথি ও সদস্যদের নিয়ে এক প্রীতি ভোজ অনুষ্ঠিত হয়।