দেলোয়ার হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঐতিহ্যবাহী পাঁচবিবি বহুমূখী সমবায় লিঃ এর ত্রি বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পাঁচবিবি প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক সজল কুমার দাস মনোয়ন পত্র উত্তোলন করেছেন।
২৪ নভেম্বর রবিবার দুপুরে সমিতির কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির নিকট থেকে মনোয়ন পত্র গ্রহণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী, সাধারণ সম্পাদক আবু হাসান, সাংবাদিক বাবুল হোসেন, সায়েম উদ্দিন প্রাং প্রমুখ।
উল্লেখ্য আগামী ২১ ডিসেম্বর নির্বাচনে সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১২ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ১৭৮৩ জন সমবায়ী তাদের গোপন ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন।