গাজীপুর মহানগরীর পুবাইলে চার মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি চায়না সোহেলকে(২৫) ১৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।অপু নামে অন্য একজন কারবারি পালিয়ে যায়।
শুক্রবার দিবাগত রাতে নবনিযুক্ত ওসি শফিকুল ইসলামের নির্দেশে নগরীর ৩৯ নং ওয়ার্ডের নিমতলী রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। চায়না সোহেল টঙ্গী, তুরাগ,জয়দেবপুর ও পূবাইল থানার ৪টি মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি ছিল।
জানা যায়, চায়না সোহেল অতি সূনামের সহিত দীর্ঘদিন যাবত হোমসার্ভিসের মাধ্যমে সূলভ ম্যুল্যে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য মাদকসেবীদের দোড়গোরায় হাতে হাতে পৌঁছে দিতো বলে তাকে “চায়না সোহেল”বলে সম্বোধন করতো। যদিও চায়না সোহেল রাজবাড়ি জেলার সদর থানার মাটিয়াপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে। সে পুবাইলের ৩৯ ওয়ার্ডের বিভিন্নস্থানে ভবঘুরে হিসাবে বসবাস করতো।
এ ব্যাপারে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা প্রক্রিয়াধীন।এছাড়াও আসামির বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা ও পূবাইল থানায় জিআর ওয়ারেন্ট রয়েছে বলেও জানান তিনি। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।সব সময় অভিযান অব্যাহত থাকবে।
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.