নওগাঁর পোরশায় অজ্ঞাত এক মহিলা (৫৩) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সকালে ছাওড় ইউনিয়নের বন্ধুপাড়া মোড়ের জনৈক নিলটনের চায়ের দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা লাশটি দেখে থানায় খবর দিলে এসআই গাউসুল আজম সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে লাশটি উদ্ধার করেন। লাশের পরনে লাল রঙ্গের পায়জামা ও বøাউজ ছিল। রবিবার দিবাগত রাতের যে কোন সময় মহিলাটি মারাগেছেন বলে স্থানীয়রা ধারনা করছেন। তদন্তকারী কর্মকর্তা এসআই গাউসুল আজম জানান, খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেছেন এবং সোমবার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে তিনি জানান।
পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.