গতরাতে নওগাঁ জেলার পোরশা উপজেলায় কালবৈশাখী ঝড়ে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। দীর্ঘদিন থেকে পোরশায় সন্তোষজনক ভাবে বৃষ্টি পাত না হওয়ার কারণে কিছু কিছু বাগানে আমের ফলন ভালো হয়নাই। এমন কি আম ঝরতে থাকে। আবার কিছু কিছু বাগানে আমের ফলন ভালো হয়েছিল। দুঃখের বিষয় গতরাতে কালবৈশাখী ঝড়ে আমের এতটা ক্ষতি হয়েছে যা বলার অবকাশ নেই। আমচাষীরা মাথায় হাত দিয়ে বসে বসে টেনশনে দিনপার করছে। বর্তমানে উপজেলার বাগান গুলোতে সেই আগের মতো আর আম নেই। আগামী দিনে সল্পদামে আর আম খাওয়া যাবে না। কারণ গাছে গাছে যে পরিমাণ আম এসেছিলো সেই আম সাধারণত আর নেই। আমের যে ক্ষতি তার দৃশ্য ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। কারণ ছবি হাজারো কথা বলে। উল্লেখ্য সৃষ্টি কর্তার বিষয়। তবে সরকারের পক্ষ থেকে কিছু কিছু আম চাষি ভাইদের সহায়তা করা অতিবো জরুরী বলে মনে করছেন সচেতন মহল।
পোরশা নওগাঁ থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবুঃ