গাজীপুরে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় পরিবারের ওপর অভিমান করে ইমন (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে
শনিবার (২০ জানুয়ারি) সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা গ্রামে এ ঘটনা ঘটে
নিহত ইমন ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার সর্ব পশ্চিমপাড়া গ্রামের মালেকের ছেলে। নিজ এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল তার। ইমনের বাবা গাজীপুর সদর উপজেলায় ভাড়া থাকতেন
নিহতের বাবা মালেক বলেন, আমার ছেলে গ্রামের বাড়ি থেকে লেখাপড়া করত। সেখানে এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। দুইজনের বয়স কম থাকায় বিয়ে দেয়া সম্ভব হয়নি। তাই কিছুদিন আগে বাড়ি থেকে এখানে নিয়ে আসি। যাতে মন-মানসিকতার পরিবর্তন হয়
শনিবার দুপুরে রাগ করে ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে ইমন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে
চেয়ারম্যান (ইনফো টিভি) : মোঃ আওলাদ হোসেন অফিস কার্যালয়ের ঠিকানা :
টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড, মাছিমপুর, টঙ্গী, গাজীপুর সিটি কর্পোরেশন
যোগাযোগ:০১৮১৭৫১৭২৮৯;০১৭৩৩৪৫৩৪২১
ইমেইলঃ infotvbd.news@gmail.com
Copyright © 2025 Infotv. All rights reserved.