গাজীপুরে বনের জমিতে গেল ৫ আগস্টের পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে গড়ে উঠা বসত বাড়ি উচ্ছেদ অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী। সকালে জেলার শ্রীপুরের তালতলী গ্রামে উপজেলা প্রশাসনের সাথে উচ্ছেদ অভিযানে যোগ দেয়, বন বিভাগ, পুলিশ, রেব, বিজিবি, সেনাবাহিনী। এসময় দুপুর পর্যন্ত ৩০টির অধিক বসত বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। বিকাল পর্যন্ত চলবে এই উচ্ছেদ অভিযান। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদ জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে তালতলি গ্রামে বনের রেকর্ড ভুক্ত জমিতে অর্ধশত উপরে বসন্ত ঘর নির্মাণ করে স্থানীয় বাসিন্দারা। বনের জমি থেকে স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ দেওয়ার পরেও বসতঘর সরিয়ে নেয়নি তারা। যার কারণে আজ যৌথ বাহিনীর সহযোগিতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও পর্যায়ক্রমে সকল অবৈধ দখলদারদের কে বনের জমি থেকে উচ্ছেদ করা হবে বলেও জানান তিনি।
মোঃ মোফাজ্জল হোসেন
শ্রীপুর গাজীপুর প্রতিনিধি